প্রতিনিধি,গন্ডাছড়া ৮ মে:- একটি রাস্তাই শত শত গিরিবাসী’দের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে। এখন খুব অনায়াসে এ রাস্তা ধরে জুমিয়ারা জুমের উৎপাদিত ফসল হাট-বাজারে নিয়ে যেতে পারবে, এমনকি অসুস্থ রোগীদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে পারছে। অথচ একটি রাস্তার জন্য সেখানকার জনজাতিদের দীর্ঘ বছর লড়াই আন্দোলন করতে হয়েছিল। অবশেষে বর্তমান সরকার সেখানকার ভূমিপুত্র’দের দুঃখ দুর্দশা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেয়। বলছিলাম গন্ডাছড়া রোহিদা পাড়া এবং রামকুমার চৌধুরী পাড়ার জনজাতিদের কথা। জানা যায় গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে রোহিদা পাড়ার (গন্ডাছড়া-আমবাসা) রাস্তার মুখ থেকে রামকুমার চৌধুরীপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জিব প্রসাদ এবং তার পার্টনার রবি ত্রিপুরা কাজের গুনগত মান বজায় রেখে দ্রুতগতিতে কাজ শেষ করে। এ রাস্তা নির্মাণে বের করা হয় প্রায় তিন কোটি টাকা। দপ্তরের এসডিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাজের সাইডে থেকে সুন্দরভাবে রাস্তার কাজ শেষ করায় এলাকার জনজাতিরা দারুণ খুশি। পাশাপাশি তারা বর্তমান সরকারকেও ধন্যবাদ জানান।
133
previous post