Home » তৃণমূল সরকারের নগ্ন দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনলেন বিধায়ক সুশান্ত

তৃণমূল সরকারের নগ্ন দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনলেন বিধায়ক সুশান্ত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। দুর্নীতির ভগ্নোৎসবে মেতেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। ইট বালি পাথর কয়লা চাল কম্বল ত্রিপল গরু সবই হজম করছে তৃণমূলের নেতারা। চাকরি দুর্নীতির কথা বলে লাভ নেই। জেল খাটছে শিক্ষা মন্ত্রী প্রার্থ, খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয়। গরু পাচার কান্ডে জেলে বীরভূমের নেতা অনুব্রত । চিটফান্ড, রোজভ্যালি, সারদা নারদা কলঙ্কিত করেছে পশ্চিম বঙ্গকে। সন্দেশখালির লজ্জা জনক কান্ডে মুখ পুড়েছে বঙ্গের। রীতিমতো হরিরলোট চলছে। সাধারণ মানুষ বঞ্চনার জাতাঁকলে পিষ্ট। অত্যাচারিত বঙ্গের নারী জাতি। এসবের প্রতিকার চায় বঙ্গবাসী। তাই চব্বিশের মহারণে দুর্নীতিগ্রস্থ তৃণমূলকে উৎখাতের সংকল্প নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি। চলছে প্রচার। এতে অংশ নিয়েছে ত্রিপুরার বহু নেতা মন্ত্রী বিধায়ক।
বাংলায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সরকারের দুর্নীতির পর্দাফাঁস করলেন যুবমোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। পশ্চিম বাংলার ঝাড়গ্রামে বিজেপির হয়ে প্রচার এবং সাংগঠনিক কাজ করছে বিধায়ক সুশান্ত দেব। চষে বেড়াচ্ছেন ঝাড়গ্রামের অলিগলি মেঠোপথ। ঝাড়গ্রাম মূলত কৃষিজীবী শ্রমজীবীর বসবাস। স্বাধীনতার ৭৫ বছর পরেও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তৃণমূল। সেই সঙ্গে চলছে সরকারি প্রকল্পের দুর্নীতি। সেখানে প্রচারে গিয়ে তৃণমূল সরকারের গ্রামীণ রাস্তা নির্মাণের ব্যপক দুর্নীতির পর্দাফাঁস করেন বিধায়ক সুশান্ত দেব। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামকিশোরপুর থেকে ইন্দ্রডাঙ্গা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয় ৬৪ লক্ষ ২৪ হাজার ৮৪৯ টাকা। কাগজেপত্রে রাস্তা নির্মাণ সম্পন্ন করেছে তৃণমূলের লোটেরা বাহিনী। রাস্তায় সাইনবোর্ডও লাগানো হয়। কিন্তু সেই রাস্তায় একটি ইট কিংবা কংক্রিটের চিহ্ন পর্যন্ত নেই। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দুর্নীতির চিত্র প্রকাশ করলেন ত্রিপুরার বিধায়ক সুশান্ত দেব। পশ্চিমবঙ্গ সকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত এই রাস্তাটির তত্বাবধানে ছিল ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতি। কিন্তু ৬৪ লক্ষের এই রাস্তাটিতে একটি ইটও খুঁজে পাওয়া যায়নি । বরাদ্দকৃত অর্থ গিলে খেয়েছে তৃণমূলের নেতারা। বিধায়ক সুশান্ত দেব জানান সারা বাংলায় এ অবস্থা চলছে। চরম দুর্নীতি চলছে। মানুষের ওপর অত্যাচার চলছে। বাংলার মানুষকে অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে চলেছে বঙ্গের জনতা। এমনই দাবি করেন বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment