প্রতিনিধি,গন্ডাছড়া ৮ এপ্রিল:- রানিপুকুর সূর্যকান্ত পাড়ার কৃষক রতন রায়ের ক্ষতিগ্রস্ত কৃষি জমি সোমবার কৃষি দপ্তরের কর্মীরা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষি দপ্তরের কর্মীরা রতন রায়ের পাশে থেকে উনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি এদিন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা এলাকার বেশ কয়েকজন সমাজ’সেবীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে যান এবং ওনার কাছ থেকে এদিনের ঘটনার বিষয়ে অবগত হন। পরবর্তীতে মন্ডল সভাপতি ক্ষতিগ্রস্ত কৃষি জমিটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সমীর রঞ্জন ত্রিপুরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকের আয় দ্বি-গুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই মোতাবেক তিনি যদি কৃষি দপ্তর থেকে সাহায্য সহযোগিতা পান তাহলে তিনি পুনরায় কৃষি কাজ উৎসাহ উদ্দীপনার সাথে করতে পারবেন বলে তার বিশ্বাস।উল্লেখ্য গত শুক্রবার রানি পুকুর সূর্যকান্ত পাড়ার বাসিন্দা তথা কৃষক রতন রায়ের কৃষি জমিতে রাতের অন্ধকারে কে বা কাহারা তার লতসীম এবং ঝিঙ্গা ক্ষেতে ধ্বংসলীলা চালিয়ে প্রায় ৪০০ গাছের মূল কেটে দেয়। পার্শ্ববর্তী এক কৃষক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে রতন রায়কে খবর দিলে তিনি ছুটে এসে দেখেন তার ফসলের সবকটি গাছের মূল কাটা। এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপর খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। কৃষক রতন রায় জানান এ ঘটনায় উনার প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়। তিনি এও জানান কৃষি কাজের উপর নির্ভর করে তার সংসার প্রতিপালন করতেন। এমতাবস্থায় বর্তমানে তিনি একপ্রকার অসহায় হয়ে পড়েছেন। কি করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করবেন, কিভাবেইবা তার সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না। তার আশা ছিল ঝিঙ্গা বিক্রি করে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ পরিবার-পরিজনদের নিয়ে সুন্দর ভাবে কাটাবেন। কিন্তু এই ঘটনায় তার সব কিছুই শেষ হয়ে যায়।
107
previous post