Home » বিশালগড়ে যোগাসেনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিশালগড়ে যোগাসেনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

by admin

প্রতিনিধি, বিশালগড় ,
যোগাসেনা অফ ত্রিপুরা সিপাহীজলা জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত যোগা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিশালগড় অফিসটিলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পঙ্কজ মজুমদার, কোষাধক্ষ্য সুব্রত দেবনাথ, সিপাহীজলা জেলা কো-অর্ডিনেটর পিন্টু দেবনাথ প্রমুখ । এদিন সিপাহীজলা জেলার যোগাসেনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের পুরস্কৃত করা হয় । পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দ্বারা বিভিন্ন যোগাসন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন যোগা ভারতের প্রাচীন মুনিঋষিদের সাধনার ফসল। নিরোগ থাকতে যোগার বিকল্প নেই। গোটা পৃথিবীর মানুষ যোগার চর্চা করছে। যোগা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নিরোগ থাকতে সকলকে নিয়মিত যোগা অভ্যাস করার পরামর্শ দেন তিনি।

You may also like

Leave a Comment