Home » বিশালগড় মুড়াবাড়ি স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বিশালগড় মুড়াবাড়ি স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৭ জানুয়ারি।। বিশালগড় মুড়াবাড়ি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা বিশ্বেশ্বর নন্দী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট দীপা কর্মকার, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান রাজু সাহা ,
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতি দেববর্মা। ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও এদিন স্কুলে ড্রাগসের কুফল এবং বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়।
স্কুলের ছাত্র ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীদের পিটি প্রদর্শন এবং পিরামিড ছিল আকর্ষণীয়। বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রছাত্রীরা । শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ছাত্র-ছাত্রীদের দৈহিক এবং এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা এবং শরীরচর্চা। শিশু-কিশোরদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার জন্য অভিভাবকদের অতি আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment