উদয়পুর :- রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও মাতারবাড়ি আরডি ব্লক এবং উত্তর মহারানী গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনের মহারানীর জল উৎসব । বুধবার বিকেল চারটায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহারানী জল উৎসবের শুভ উদ্বোধন করবেন । এছাড়া থাকবে সমস্ত বিধায়কগন । এই দিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , বিগত কুড়ি বছর যাবৎ মহারানী জল উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে । বর্তমানে এই জল উৎসব ভারত সরকার এই বছর থেকে শুরু করেছে। দীর্ঘদিনের সাদামাটা ভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মহারানীতে। কিন্তু গত দুই বছরে যাবত এই জল উৎসব বিশাল পরিসরে এক জায়গা করে নিয়েছে সকলের মনে । এই বছর জল উৎসবে প্রথমে গোমতী নদী পূজন হবে এবং পাঁচজন পুরোহিত সেখানে থাকবেন । এছাড়া জল পূজন করা হবে । এছাড়া গোমতী নদীতে ছাড়া হবে মাছের পোনা । তাছাড়া থাকবে মাটির পাত্রের প্রদর্শনী। এছাড়া দুই কেজির উপরে থাকা বিভিন্ন মাছগুলিকে নিয়ে হবে প্রদর্শনী তাছাড়া থাকবে আর আটটি প্রদর্শনী স্টল । উৎসবের রূপ দেওয়া হচ্ছে এই বছর । কিন্তু বর্তমানে শুকা মরশুম চলছে । গোমতী নদীতে জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন যদি জলের পরিমাণ নদীতে কমে থাকে তাহলে মহারানী ব্রিজের বাঁধ খুলে দেওয়া হবে । তারপরেও এই জল উৎসবকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে সকলের প্রচেষ্টাকে সামনে রেখে। সবমিলিয়ে এক উৎসব মুখর হয়ে উঠেছে মহারানী জল উৎসব।
30
previous post