৮ ই জুন শনিবার ফটিকরায় বিধানসভাদিন মশাউলি রাতাছড়া নিলেশ্বর মুখার্জি নাট মন্দির প্রাঙ্গনে নিখিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী মহাসভার আঞ্চলিক কমিটির সহযোগিতায় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর মশাউলি রাতাচড়া এলাকার যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে তাদের মধ্যে ২২ জন ছাত্র-ছাত্রীকে কলম খাতা এবং শংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন শ্রী মানিক্য সিনহা গোকুল সেনা সিনহা, সুখেন্দু বিকাশ সিনহা, রাজেন সিনহা রাজু সিনহা ,দেবেন সিনহা, সুখেন সিনহা, স্বপন সিনহা ,জয়ন্ত সিনহা, স হ স্তানিয় উদ্যোক্তরা
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার রাজ্য সভাপতি ডক্টর কেডি শাস্ত্রী , ছাড়া ও কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা, সমাজসেবী নীলকান্ত সিনহা , সমাজসেবি রানা সিনহা , ডক্টর সুশান্ত সিনহা ,পরিতোষ সিনহা নির্মল সিনহা সহ অন্যান্য অতিথি বিন্দরা সবায় অতিথীরা বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিকাশের কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান পাশাপাশি শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না শিক্ষা হলো সমাজের মেরুদন্ড এবং এ বছর যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে পরীক্ষায় ভালো ফল করেছে তাদেরকে ধন্যবাদ জানান , এবং যারা এবছর পরীক্ষায় ভালো ফল করতে পারেনি তারাও আগামী দিনে পড়াশোনায় এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের প্রেক্ষাপট গুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী মহাসভার রাজ্য সহ-সভাপতি মানিক্য সিনহা।এদিনে অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও এলাকার অভিভাবকদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যায়।
২২ জন ছাত্র-ছাত্রীকে কলম খাতা এবং শংসাপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়
166