Home » গ্রামবাসীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করলো রাজ্য সরকার

গ্রামবাসীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করলো রাজ্য সরকার

by admin

প্রতিনিধি, উদয়পুর :-পানীয় জলের সমস্যা যেন একটি নিত্যদিনের সমস্যা ছিল বিগত বাম সরকারের আমলে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে পানীয় জলের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান সরকার গ্রামীন এলাকায় ৩,৫৯,১৫৮ এবং শহর এলাকায় ১০,৪৭৪ টি টেপ এর মাধ্যমে জল সংযোগ দিয়েছে । ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি বিগত চার বছরে (২০১৮-১৯ থেকে ২০২১-২২ ) ১,৩২৩ টি গভীর নলকূপ বসিয়েছে । এর মধ্যে ৪৯৭ টি গভীর নলকূপ চালু করা হয়েছে । তাছাড়া ২,০৮৩ টি স্মল বোর ডিপ টিউবওয়েল চালু করা হয়েছে । পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে জল সংকট ছিল। ‌ কিছুদিন আগেই পানীয় জলের জন্য মহিলারা রাস্তা অবরোধ করে। এবার সে জলের সমস্যা দূরীকরণের জন্য। ‌বিধায়ক রামপদ জমাতিয়া নতুন করে রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন পানীয় জলের মেশিন বসানোর কাজ পরিদর্শন করেন। রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যাতে করে পানীয় জলের সমস্যা সমাধান হয় এই এলাকা জুড়ে। মঙ্গলবার দুপুরে বিধায়ক নিজে পরিদর্শন করেন পানীয় জল বসানো সেই মেশিনের জায়গাটি। তাতে করে খুবই খুশি গ্রামবাসীরা ।

You may also like

Leave a Comment