প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর মহকুমার ছনবন-গকুলপুর এলাকায় গোমতী নদীর উপর কেন্দ্রীয় সরকার মাল্টি মোডাল লজিস্টিক পার্ক নির্মান করবে।গোমতী নদী দিয়ে উদয়পুর থেকে সোনামুড়া হয়ে বাংলাদেশের মেঘনা নদীর সঙ্গে জল পথে বানিজ্যিক যাতায়াতের লক্ষেই এই পার্ক নির্মিত হবে হবে।এই জলপথটি দু’দেশের প্রটোকল রুট হিসেবে ঘোষিত হয়ে গিয়েছে বলে জানা যায় ।
জানা গিয়েছে ,আপাতত গকুলপুরে ২০ একর জায়গা এজন্য চিহ্নিত হয়েছে,আরো ৩০একর জমির জন্য জরিপের কাজও শেষ পর্যায়ে। এই লজিস্টিক পার্কের ডিপিআর তৈরীর জন্য ইতিমধ্যেই ভারত সরকারের তরফে ই-টেণ্ডার ডাকা হয়েছে। কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রক থেকে গোমতী নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ভারতীয় সীমানায় দেড় কিমি এবং বাংলাদেশের সীমানায় ১৪কিমি.(মোট সাড়ে ১৫ কিমি) ড্রেজিং করা এবং গোমতী নদীতে (ভারতীয় সীমানায়) দশটি ভাসমান জিটি নির্মানের জন্য ২৪কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এজন্যও টেন্ডার ডাকা হয়ে গিয়েছে বলে জানা যায় । বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে গকুলপুর এলাকাতে ভাসমান জেটি নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে । এনিয়ে খুশির জোয়ার সাধারণ মানুষের মধ্যে ।
গোমতী সেতুর পাশে তৈরি হচ্ছে লজিস্টিক পার্ক , খুশি জনসাধারণ
111
previous post