দামাল হাতির আক্রমণে মৃত্যু এক বৃদ্ধের। ঘটনাস্থলে পুলিশ বনকর্মীদের উপর আক্রমণ। সত্য ভাষণ প্রতিনিধি। তেলিয়ামুড়া।৭ই এপ্রিল।বন্য হাতির পদতলে পৃষ্ঠ হয়ে আবারও মৃত্যু এক ব্যাক্তির। ঘটনা রবিবার সন্ধা আনুমানিক ৬.৪৫ নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এর কপালি টিলাএলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আমিও কিছু যুবক নিজেদেরকে আড়ালে রেখে রাজনৈতিক নেওয়ার জন্য কতিপয় গ্রামবাসীকে পুলিশ টিএসআর বনো কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। মুহূর্তেই এলাকাবাসীরা চড়াও হয় টি এস আর বাহিনী এবং বন দপ্তরের কর্মীদের উপর। এমনকি সেখানে সংবাদ সংগ্ৰহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও।
মহারানীপুরের কপালিটিলা এলাকায় রবিবার সন্ধ্যায় বন্যদাতাল হাতির আক্রমণে , ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম নিরোধ চৌধুরী(৭০)।
ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা তাদের উপর চড়াও হয় যথারীতি ওই এলাকায় তাণ্ডবে মানুষের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গেলে শান্তনু সরকার,রাখল দেব রাহুল দাস,মৌসুমী সরকার চৌধুরী, সঞ্জিত চৌধুরী ,স্বনজিত চৌধুরী সহ একাধিক দুস্কৃতি রা সাংবাদিক হিরন্ময় রায় এর অতর্কিত হামলা চালায়,উনার ভিডিও রেকর্ডিং এর লাইট ছিনতাই করে নিয়ে যায়।
এতে সাংবাদিক হিরন্ময় রায় আহত হয়।হাসপাতালে চিকিৎসার পর থানার দ্বারস্থ হয়।
ঘটনার খবর পেয়ে সমস্ত সাংবাদিক রা ছুটে আসে।
এই বিষয়ে নামধাম জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে। এদিকে রাত্র পৌনে দশটায় মৃত নিরোধ চৌধুরীর মরদেহ তেলিয়ামুরা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
দামাল হাতির আক্রমণে মৃত্যু এক বৃদ্ধের
126