প্রতিনিধি, বিশালগড় , ।। সিপাহীজলা অভয়ারণ্যে অনুষ্ঠিত হয় মেঘলা চিতা উৎসব । বুধবার সিপাহীজলা বনভোজন স্পটে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব ড: অবিনাশ এম কানফাডে, পিসিসিএফ আর কে শ্যামল, সিসিএফ ড: কে শশিকুমার, জেলা দারিদ্র্য বিমোচন কমিটির চেয়ারম্যান রতন দাস, জেলা বনাধিকারিক সুমিত দাস প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী স্থানীয় নাগরিক এবং বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিল্পীরা। বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন বন রক্ষা এবং বন্যপ্রাণি সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। বন না থাকলে প্রাণীকুলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। বন রক্ষা করলে বন্যপ্রাণী রক্ষা হবে। বন্য প্রাণী রক্ষা এবং সংরক্ষণের ওপর জোর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকৃতিকে রক্ষা দায়িত্ব সবাইকে নিতে হবে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
134