প্রতিনিধি, উদয়পুর :-
কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হল ঘরে ইসরো অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয় । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া ছিলেন , বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার , ডক্টর তন্ময় দাস ও শিক্ষক নারায়ণ দাস সহ প্রমুখ । এদিন প্রথমে স্বাগত ভাষণ রাখেন শিক্ষক নারায়ণ দাস । পরে উদ্বোধক তথা সভাধিপতি দেবল দেবরায় ভাষণ রাখতে গিয়ে বলেন , ভারতে ইসরো কিভাবে কাজ করে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট থেকে শুরু করে বর্তমান প্রযুক্তিবিদ্যার উপগ্রহ সহ চন্দ্রযান ১ থেকে চন্দ্রযান ৩ পর্যন্ত তার যে বিকাশ যাত্রা কিভাবে ভারত সফল হয়েছে তার বিস্তারিত মহাকাশ গবেষণার ইতিবৃত্ত ইসরোর একটি বাসে করে তা প্রস্তুত করা হয়েছে । যেটা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে । গোটা ভারতবর্ষে মোট ছয়টি বাস পরিক্রমা করছে । গ্রামের সাধারণ ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষণা সম্পর্কে আকর্ষিত করে তোলার এই অভিনব চিন্তা একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন বলে ভাষণে তুলে ধরেন । পরে সকল অতিথিরা ইসরোর বাসে ফিতা কেটে তার উদ্বোধন করেন। ঘুরে দেখেন মহাকাশ গবেষণার বিভিন্ন তথ্য । বৃহস্পতিবার দুপুরে গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল ব্যাপক সাড়া ।