ধর্মনগর প্রতিনিধি।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে ধর্মনগরে শুরু হতে চলেছে খেলো
ধর্মনগর। মোট ১৫ টি ইভেন্ট নিয়ে এর প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই ধরনের প্রতিযোগিতা বলতে গেলে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথমবারের মতো ধর্মনগরেই শুরু হচ্ছে। অনেকটা খেলো ইন্ডিয়া এই স্লোগানকে সামনে রেখে খেলো ধর্মনগর এই স্লোগানের উৎপত্তি বলা যায়। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে এবং পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান প্রথমবারের মতো রাজ্যের বুকে হতে চলেছে। এই অনুষ্ঠানকে সার্বিক রূপ দিতে সাংস্কৃতিক সংস্থাগুলি থেকে শুরু করে রাজ্য ক্রীড়া দপ্তরের তৎপরতা প্রচন্ডভাবে উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় হয়ে পড়েছে। যুবকদের নেশার কবল থেকে বাঁচাতে এবং মোবাইলের মধ্যে যেভাবে যুব সম্প্রদায় আকৃষ্ট হয় তাদের জৈবিক শক্তি নষ্ট করে দিচ্ছে তার থেকে বাঁচিয়ে যুব সম্প্রদায়কে মাঠমুখী করা হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। প্রতিটি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে এই অনুষ্ঠানকে চূড়ান্ত রূপ দিতে যে যার নিজের মতো করে নিজেদেরকে তৈরি করছে। শুধুমাত্র সংস্কৃতি অনুষ্ঠান ই এর মুখ্যবস্তু নয়। প্রতিটি বিদ্যালয়, ক্লাব ,বেসরকারি সংস্থা নিজেদেরকে খেলোয়ার স্বরূপ মনোভাবের মধ্যে দিয়ে নিজেদেরকে চূড়ান্ত পর্যায়ের জন্য তৈরি করছে। এখান থেকে ধর্মনগরের বিভিন্ন প্রান্তে যেসব প্রতিভা লুকিয়ে রয়েছে তাদেরকে তুলে আনা সম্ভব হবে বলে অনুষ্ঠানের কর্তৃপক্ষরা দাবি করেছেন। এ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য ধর্মনগরের ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, ভলিবল মাঠ, বাস্কেটবল মাঠ সবগুলি মাঠ কে পরিচর্যা করে সাজিয়ে তোলা হচ্ছে। প্রতিদিন পুরো পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এবং ক্রিড়া দপ্তরের কার্যকর্তারা মাঠগুলি পরিদর্শন করে পর্যবেক্ষণ করছেন সঠিক রূপ দেওয়া হচ্ছে কিনা। অর্থাৎ ধর্মনগর জুড়ে একটা উৎসব উৎসব রব শুরু হয়ে গেছে। দুই দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া এই তৎপরতাকে দমিয়ে রাখতে পারছে না।
খেলো ধর্মনগর” ,এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মনগরে মহকুমা জুড়ে চলছে বিশাল আয়োজন।
110
previous post