Home » গাঁজা অভিযানে সাফল্য পুলিশের ,ধ্বংস হলো ২ হাজার গাছ

গাঁজা অভিযানে সাফল্য পুলিশের ,ধ্বংস হলো ২ হাজার গাছ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

কাঁকড়াবন থানার অন্তর্গত দক্ষিণ রানি বুড়াঘাট এলাকার গভীর জঙ্গলে দীর্ঘদিন ধরে গাঁজা গাছের চাষ করে আসছে দুষ্কৃতিকারীরা। জানা যায় দীর্ঘ বহু বছর ধরে এই জায়গায় এই গাঁজা গাছগুলি দিনের পর দিন চাষ করে বাংলাদেশ পাচার করে দিচ্ছে ব্যবসা বড় মাত্রায় টাকা আসার জন্য । এবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে গোপন খবর আসে দক্ষিণ রাণী বুড়াঘাট এলাকায় দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ হয়ে আসছে । এ খবর পাওয়া মাত্রই কাঁকড়াবন থানার পুলিশ , ত্রিপুরা স্টেট রাইফেল ও উদয়পুর মহিলা থানার পুলিশ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক । ধ্বংস করা হয় গাঁজা গাছের চারা । পড়ে গাছগুলিকে গাঁজা বাগানে ধ্বংস করে আগুন ধরিয়ে দেয় পুলিশ । কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যুব সমাজকে ধ্বংস করার জন্য এ সমাজের একটি শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এই ধরনের নেশা সাম্রাজ্য গড়ে তোলার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা ঘোষণা দেওয়ার পর থেকে যেভাবে পুলিশ যেভাবে সচেষ্ট ভূমিকা পালন করে চলেছে তাই প্রকার স্বরাষ্ট্র দপ্তরের নাম উজ্জ্বল হচ্ছে বলে মনে করছে উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ ।

You may also like

Leave a Comment