Home » বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে প্রতারণা শিকার গ্রাহকরা

বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে প্রতারণা শিকার গ্রাহকরা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক উদয়পুর শাখায় গ্রাহকরা প্রতারণার শিকার হলেন ।‌ ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে । জানা যায় , বহু ছোট বড় ব্যবসায়ীরা নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক উদয়পুর শাখা থেকে লোন নিয়ে তাদের ব্যবসা শুরু করে । সেইমতো প্রতিমাসে ব্যাংকের লোনের কিস্তি মিটিয়ে দিয়ে আসছে । আবার অন্যদিকে বহু গ্রাহক সম্পূর্ণ লোনের টাকা পরিশোধ করে দিয়েছে। কিন্তু ব্যাংক থেকে তাদের হাতে ধরানো হয়েছে নোটিশ। যা দেখে রীতিমতো মাথায় হাত গ্রাহকদের । এ নিয়ে সমস্ত গ্রাহকরা ব্যাংকের সামনে জমাট বাঁধার পর তারা জানতে পারে তাদের কাছ থেকে ব্যাংকের সহকারী ম্যানেজার যে টাকা আদায় করে নিয়ে এসেছে সে সকল টাকাগুলি ব্যাংকে জমা পড়েনি । এই নিয়ে শুরু হয় গ্রাহক ও ব্যাংকের মধ্যে ঝামেলা । পরবর্তী সময়ে ব্যাংকের পাশ দিয়ে দলীয় কাজে যাওয়ার পথে বিধায়ক অভিষেক দেবরায়কে কাছে পেয়ে এই অভিযোগ জানান গ্রাহকরা । পরে গ্রাহকরা রাধা কিশোরপুর থানার দারস্থ হয় বিচারের আশায় । পরবর্তী সময় থানায় ছুটে আসে গৌহাটি ব্রাঞ্চের আধিকারিকরা । গোটা ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ৯৮ লক্ষ টাকার ঘোটালা হয়েছে বলে গ্রাহক সূত্রের খবর । সব মিলিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদয়পুরে।

You may also like

Leave a Comment