ব্যাঙ্ক জালিয়াতি এবং বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের পুরনো মামলায় অভিযুক্ত পঞ্জাবের আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক যশবন্ত সিং গজ্জন মাজরাকে আটক করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অমরগড়ের বিধায়ক মাজরাকে প্রকাশ্য জনসভা থেকে সোমবার জোর করে তুলে নিয়ে যায় ইডির তদন্তকারী দল।
আপের তরফে মাজরার আটক নিয়ে কেন্দ্র এবং বিজেপিকে নিশানা করা হয়েছে। দলের মুখপাত্র মালবিন্দর কাং বলেন, ‘‘ইডি আদতে কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার। মিথ্যা মামলায় আমাদের দলের বিধায়ককে জনসভা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’’ প্রসঙ্গত, মাজরা-সহ কয়েক জন অভিযুক্তের বিরুদ্ধে ৪১ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি মামলা এবং বেআইনি ভাবে ১৬ কোটি ৫৭ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা মজুতের অভিযোগ রয়েছে।