
প্রতিনিধি, বিশালগড় , ৬ জুলাই।। দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল করার মাধ্যমে নতুন ভারত গড়ার কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত নয় বছরে ভারতবর্ষের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে স্থান করে নিচ্ছে ভারত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করছে। এ-সব সম্ভব হচ্ছে যুব শক্তির আধারে। সিপাহীজলা জেলা ভিত্তিক যুব উৎসবে প্রধান অতিথির ভাষণে কথাগুলো বলেন যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। ভারত সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সিপাহীজলা জেলা প্রশাসনের সহযোগিতায় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় নিউ টাউন হলে জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, জেলা শাসক ড বিশাল কুমার, মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, নেহেরু যুব কেন্দ্রের স্টেট ডিরেক্টর জবা চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক এন্থনি দেববর্মা, প্রধান শিক্ষক মলয় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়িকা অন্তরা দেব সরকার। অনুষ্ঠানে বিভিন্ন যুব শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে ঘিরে ছাত্র যুবদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। গতবছর বিশালগড়ের যুবক সঞ্জীব মজুমদার ভারতের পার্লামেন্টে যুব সংসদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁকে এদিন সংবর্ধনা জ্ঞাপন করেন মন্ত্রী টিংকু রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় আরও বলেন ভারত আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। ২০১৪ সালের পর দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ স্থাপন হয়েছে। ভারতের প্রথম মেট্রোরেল জাপান থেকে আনা হয়েছিল। আজ ভারতেই তৈরি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের যুব শক্তি পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক, কোম্পানি, ইন্ড্রাস্টিতে সিইও র দায়িত্ব পালন করছে। ২০১৪ সালের আগের ভারত আর আজকের ভারতের মধ্যে আকাশ পাতাল ফারাক। উন্নত শক্তিশালী ভারত তৈরি হয়েছে। শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবকদের হাতে রোজগার তুলে দেওয়ার কাজ চলছে। রাজ্যের রাবারের গুনগত মান সঠিক না থাকায় সঠিক মূল্য পাওয়া যায় না। গুনগুত মান বৃদ্ধি করতে শিক্ষিত যুব সমাজকে প্রশিক্ষণ নিয়ে রাবার শিল্পের সঙ্গে যুক্ত হতে হবে। ভারতে ৩৪ হাজার মেট্রিকটন আগরবাতি প্রয়োজন। এরমধ্যে ভারতে উৎপাদন হয় মাত্র চার হাজার মেট্রিকটন। ভিয়েতনাম থেকে আগরবাতি আসছে। বিকল্প রোজগারের সুযোগ রয়েছে। একজন সরকারি কর্মচারী শুধু নিজের পরিবারকে ভালো রাখতে পারে। কিন্তু একজন স্বউদ্যোগী নিজের পরিবার ছাড়াও আরও অনেক পরিবারকে ভালো রাখতে পারে। আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। গ্রামের কৃষকদের জীবনমান বদলে দেওয়ার উজ্জ্বল কারিগর কুশলেন্দু কুমার, হোটেল ইন্ডাস্ট্রিতে মাত্র পয়ত্রিশ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ করে অল্প সময়ের মধ্যে নয়শো কোটি টাকার মালিক হয়েছে উড়িষ্যার যুবক রোহিত আগরওয়াল। রেল দুর্ঘটনায় পা হারানোর পরেও সফল পর্বতারোহী অর্নিমা সিনহা। তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। এমন দৃষ্টান্ত তুলে ধরে উপস্থিত যুবকের উৎসাহিত করেন মন্ত্রী টিংকু রায়। বিধায়ক সুশান্ত দেব বলেন ভারত যুবশক্তির দেশ। এই যুব শক্তির উপর ভর করেই নতুন ভারত গড়ার কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের সভাপতি বিধায়িকা অন্তরা দেব সরকার নেশা মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে অগ্রনি ভূমিকা পালন করার আহবান জানান। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত যুব সমাজকে আত্মনির্ভরশীল করার কেন্দ্রীয় এবং রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন লক্ষ স্থির করে এগিয়ে গেলে জীবনে সফলতা আসবেই। এদিন জেলা ভিত্তিক যুব উৎসবকে কেন্দ্র করে ছাত্র যুবদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।