Home » বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত কৈলাসহর আরকে আই স্কুলে

বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত কৈলাসহর আরকে আই স্কুলে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে রাধাকিশোর ইনস্টিটিউশনে শুরু হয় দু’দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং এক দিনের সেমিনার।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা জাগানো এবং সৃষ্টিশীল উদ্ভাবনকে উৎসাহিত করা।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,জেলা শিক্ষা আধিকারীক প্রশান্ত কিলিকদার এবং রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস।
বক্তরা তাদের বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করে বিজ্ঞানের অপব্যবহার থেকে দূরে থাকার জন্য এবং উৎসাহিত করেন বিজ্ঞানের ইতিবাচক দিকগুলো ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।মন্ত্রী টিংকু রায় ছাত্রছাত্রীদের উদ্দেশে বিজ্ঞানমনস্ক হওয়ার বার্তা দেন।বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুধুমাত্র শিক্ষার্থীদের মেধার প্রকাশের মঞ্চ নয়,এটি তাদের ভবিষ্যৎ উদ্ভাবকের পথে এক শক্তিশালী পদক্ষেপ।

You may also like

Leave a Comment