ধর্মনগর প্রতিনিধি। বিদ্যুৎ নিয়ে গোলযোগ রাজ্যের একটি নিত্যদিনের ঘটনা। ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা সদর এর বাইরে নেই। দক্ষিণ নয়াপাড়া অর্থাৎ ধর্মনগর পুরো পরিষদের 12 নং ওয়ার্ডে প্রমিলা বাহিনী রাস্তায় নেমে পড়ে শুক্রবার সন্ধ্যায়। তাদের দাবি প্রায় দুই ঘন্টা যাবত রাস্তা অবরোধ করার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয়। শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত দক্ষিণ নয়াপাড়া দীর্ঘ ৩ বছর যাবত বিদ্যুতের সমস্যায় ভুগছে। যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে আসতে আসতে কখন আসবে তার কোন ঠিক নেই। তার ওপর রয়েছে বর্ষাকালের কয়েক ফোঁটা বৃষ্টি। কিছু হলে ওই বিদ্যুতের কর্মীরা তাদের সংযোগ ঠিক থাকে না বলে বাহানা দেয়। আজ এলাকার প্রায় শখানেক মহিলা এবং পুরুষরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে ফেলে। প্রায় দুই ঘন্টা রাস্তা দীননাথ নারায়নী বিদ্যামন্দির রোডে অবরোধের পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে আশ্বাস দেন যে আজকে রাত্রে কোন মত কাটিয়ে নিলে কাল সকালে এলাকায় নতুন ট্রান্সফরমার বসিয়ে সংযোগ দেওয়া হবে। তখন আর এই সমস্যায় ভুগতে হবে না। দপ্তর কর্মীদের এই আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয় বলে জানা যায়।
প্রায় ২ ঘন্টা প্রমিলারা রাস্তা অবরোধ করে রাখল ধর্মনগর পুরো পরিষদ এলাকায়।
74