প্রতিনিধি, উদয়পুর :-
আগামী ১৪ থেকে ১৫ তারিখের মধ্যে ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। এমনটাই দিল্লির বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫% মহার্ঘভাতা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করতেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা ছড়িয়ে পড়ে । সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা ঘোষণা হতেই এদিন বিকেলে টিআরকেএস উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে উদয়পুর জামতলা টাউন হলের সামনে থেকে এক মিছিল বের হয় উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে ধন্যবাদ জ্ঞাপন করে এক মিছিল বের করে । এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জামতলা টাউন হলে সামনে এসে সমাপ্তি হয়। টিআরকেএস এর এইদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিলে উপস্থিত ছিলেন , টি আরকেএস এর উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দ্বিগবিজয় ভাওয়াল সহ জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন নেতৃবৃন্দরা । এদিনের ধন্যবাদ জ্ঞাপন মিছিল কে কেন্দ্র করে কর্মচারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় উদয়পুর শহরে ।