শান্তিরবাজার প্রতিনিধি: মঙ্গলবার শান্তির বাজার ট্রাইজংশান এলাকায় দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস ২০২৪ কে কেন্দ্রকরে এক অনুষ্ঠানের আয়োজনকরাহয়। আজকের অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সৌমেন দেব , শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তির বাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং, মোটর ভেইকেলস ইনেস্পেক্টর জহর রিয়াং, বিশিষ্ট সমাজসেবী অলক দাস, বাপ্পী দেবনাথ সুমন দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা কিভাবে সড়ক দুর্ঘটনা এরানোযায় তানিয়ে আলোচনা করে। তারপাশাপাশি সড়ক দুর্ঘটনার আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাতবারিয়ে দিলে সরকারীভাবে পুরষ্কৃত করার দিকগুলি নিয়ে আলোচনা করাহয়। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে মোটর ভেইকেলসের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠীত করাহয়। কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ও বিগতদিনে দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মধ্যে বাছাইকরে পরিবহন দপ্তরের উদ্দ্যোগে পুরস্কৃত করাহয়। ও যে সকল বাইক চালকরা বিনা হ্যাম লেটে চলাফেরা করছেন তাদেরকে পরিবহন দপ্তর থেকে হ্যামলেট প্রদান করা হয়। এছাড়া ভালো যান চালক ও দুর্ঘটাগ্রস্থ আহদের চিকিৎসা পরিষেবা প্রদানে কয়েকজনকে বাছাইকরে পরিবহন দপ্তরের উদ্দ্যোগে পুরষ্কৃত করাহয়। পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
দক্ষিন জেলা পরিবহন দপ্তরের উদ্দ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠান শান্তির বাজার ।
by admin
written by admin
140