Home » ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়

by admin

উদয়পুর প্রতিনিধি

আগামী ১৬ ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন । বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দলের প্রচারে রাজ্যে আসলেন সোমবারে বিকেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন রাজ্যে পৌঁছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সাথে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় , রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ প্রমূখ । এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে পেঁড়া দিয়ে ভোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । মায়ের মন্দিরে পুজো অর্চনা শেষ করে মহাদেব মন্দিরেও পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে পুজো অর্চনা শেষ করে টিভি১০০ বাংলাকে এক বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন , রাজ্যবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন এবং তিনি বলেন রাজনীতি তিনি মায়ের মন্দিরে দাঁড়িয়ে কখনো বক্তব্যর মধ্যে তুলে ধরবেন না । তিনি বলেন অনেকটা দেরি হয়ে গিয়েছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসতে তার কারণে গির্জা এবং মসজিদে যাওয়া হচ্ছে না পরবর্তী সময়ে তিনি যখন আসবেন ত্রিপুরায় তখন সে সকল ধর্মীয় স্থানগুলোতে তিনি ঘুরে দেখবেন বলে জানান টিভি১০০ বাংলাকে । উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোড়ে দেওয়া হয়।

You may also like

Leave a Comment