Home » ধলাইয়ে মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের পর্যালোচনা সভা

ধলাইয়ে মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের পর্যালোচনা সভা

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- শনিবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলা শাসক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের অধিকর্তা ও জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।
সভায় মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই পর্যালোচনা সভার মূল উদ্দেশ্য ছিল মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ এবং তপশিলি কল্যাণ দপ্তরের বিগত দিনের গৃহীত কর্ম পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে তার বিস্তারিত বিশ্লেষণ করা। পাশাপাশি আগামী দিনে এই তিনটি দপ্তরের মাধ্যমে জেলার আর্থ-সামাজিক উন্নয়নকে কিভাবে আরও গতিশীল করা যায় সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সাথে খোলামেলা আলোচনা হয়।
মন্ত্রী জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন, বিশেষত প্রান্তিক ও তপশিলি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাছচাষ ও প্রাণিসম্পদ বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সভা শুরুর আগে মৎস্য দপ্তরের উদ্যোগে এলাকার কিছু সুবিধাভোগী চাষির হাতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা তুলে দেওয়া হয়। মন্ত্রী সুধাংশু দাস, সভাধিপতি সুস্মিতা দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা নিজ হাতে সুবিধাভোগীদের মাছের পোনা বিতরণ করেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, জেলার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

You may also like

Leave a Comment