প্রতিনিধি, বিশালগড় , ৫ এপ্রিল।। বিশালগড়ে সুশান্ত দেব ফ্যান ক্লাব টেনিস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন বণিক ব্রাদার্স। শনিবার বিশালগড় কড়ুইমুরা মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে এবি স্টার কে হারিয়ে খেলার শিরোপা অর্জন করেন বণিক ব্রাদার্স।
“ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ” – এই স্লোগানে প্রায় দুইমাস যাবৎ চলা রাজ্যের অন্যতম বৃহত্তর ক্রিকেট আসরের সমাপন হয় শনিবার। এস ডি এফ সি কাপ ক্রিকেটে ৪৮টি দল অংশ নিয়েছেন। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে টেনিস তারকা ক্রিকেটাররা বিভিন্ন দলে অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় দুটি শক্তিশালী দল এবি স্টার এবং বণিক ব্রাদার্স। ম্যাচের শুরুতে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন, ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, বিজেপি মন্ডল সভাপতি তপন দাস, বিডিও নান্টু দেব প্রমুখ । খেলার শুরুতে নেশার হাত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা তিন যুবককে সংবর্ধিত করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ১২৮ রান করে এবি স্টার। দলের পক্ষে ডেবিড এবং আসিফ ছাড়া কেউ বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বণিক ব্রাদার্স। ৪৩ বলে অনবদ্য ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয় বণিক ব্রাদার্সের অধিনায়ক জয়কিসান সাহা। চ্যাম্পিয়ন দলের হাতে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি একটি গাড়ির চাবি তুলে দেন অতিথিরা। রানার্স দল পায় ট্রফি এবং একটি মোটর বাইক।
বিশালগড় এস ডি এফ সি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বণিক ব্রাদার্স
151