Home » স্বস্তি হেলথ কেয়ারের উদ্যোগে ১লা ফেব্রুয়ারী বিনামূল্যে মেগা অস্ত্রোপচার শিবির।

স্বস্তি হেলথ কেয়ারের উদ্যোগে ১লা ফেব্রুয়ারী বিনামূল্যে মেগা অস্ত্রোপচার শিবির।

by admin

প্রতিনিধি কৈলাসহর:-স্বস্তি হেলথ কেয়ারের এক বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ মেগা অস্ত্রোপচার শিবিরের আয়োজন করতে চলেছে। এই বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।উপস্থিত ছিলেন স্বস্তি হেলথ কেয়ারের কর্ণধার ডাঃ সুমিত দাস এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্য কিষানু সিনহা।ডাঃ দাস সাংবাদিকদের জানান, আগামী ১লা ফেব্রুয়ারি বিনামূল্যে এই মেগা শিবির অনুষ্ঠিত হবে।শিবিরে রাজ্যের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ল্যাপরোস্কোপিক সার্জন ডাঃ জে এল বৈদ্য এবং মেজর ডাঃ মাহবুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া,শিবিরে অংশ নেবেন ডাঃ সুমিত দাস নিজেও। রোগীদের ওপেন ও ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করা হবে বলে জানা যায়।শিবিরের আগাম প্রস্তুতির অংশ হিসেবে রোগীদের স্বস্তি হেলথ কেয়ারে যোগাযোগ করে বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর অনুরোধ জানানো হয়েছে। আগ্রহীরা ৮১৩২৯৫৫১৯৩ নম্বরে যোগাযোগ করতে পারেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এবারও গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।
একই দিনে স্বস্তি হেলথ কেয়ারের উদ্যোগে একটি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হবে।প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও স্বাস্থ্যসেবার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এবং আগামীতেও করবে বলে জানান ডাঃ সুমিত দাস।উল্লেখ্য যে,এই হাসপাতাল সূচনা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেরাই সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে।

You may also like

Leave a Comment