Home » দুই দিনের বিজ্ঞান সেমিনার শুরু উদয়পুরে

দুই দিনের বিজ্ঞান সেমিনার শুরু উদয়পুরে

by admin

প্রতিনিধি, উদয়পুর :- বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী গোমতী ‌জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও এক দিন ব্যাপী বিজ্ঞান সেমিনার ২০২৪-২৫ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিব সরকার, জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ, চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সাহা সহ আরো অনেকে। উদ্বোধন শেষে বিজ্ঞান প্রদর্শনীর ফিতা কেটে শুভ সূচনা করে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অতিথিবর্গরা। । অনুষ্ঠানে গোমতী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৬৫ টি বিজ্ঞান প্রদর্শনী এবং প্রায় ২৫ টি বিজ্ঞান সেমিনারের আয়োজন করা হয় । ছাত্রছাত্রীরা বিভিন্ন থিম যেমন স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, গাণিতিক ধারণা ইত্যাদি বিষয় নিয়ে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। এছাড়াও থাকবে ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি।
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এইসব কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা বৃদ্ধির পাশাপাশি চারিত্রিক বিকাশও ঘটে। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের অবশ্যই গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনী এবং সৃজনশীল মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে। এইক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোড় দেওয়া যেতে পারে। তিনি ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনীর ক্ষেত্রে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।
এছাড়া আরো বলেন, শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক নিয়ে রাজ্য সরকারের বহু চিন্তাধারা রয়েছে। এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

You may also like

Leave a Comment