Home » বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে চিঠি দিল কাঠিয়া বাবা স্কুল

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে চিঠি দিল কাঠিয়া বাবা স্কুল

by admin

প্রতিনিধি মোহনপুর:- বাংলাদেশের দিনের পর দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর যে নির্মম অত্যাচার সংঘটিত হচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নেমে মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ করল কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটি পরিচালিত পাঠিয়ে বাবা মিশন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। সিমনা বিধানসভার অন্তর্গত কাতলা মারায় কাঠিয়া বাবা চেরিটিবল সোসাইটি পরিচালিত পাঠিয়ে বাবা মিশন স্কুলের উদ্যোগে এক মৌন মিছিল সংঘটিত হয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে।
অন্যদিকে কাঠিয়া বাবা চেরিটিবল সোসাইটি পরিচালিত মোহনপুর কাঠিয়া বাবা মিশন স্কুলের উদ্যোগে একই বিষয়ে রেলি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন রেলির মাধ্যমে মোহনপুর মহকুমা শাসক কার্যালয় মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষার্থীর তরফে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, ভারতের জাতীয় পতাকা অবমাননা এবং চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই চিঠি।

You may also like

Leave a Comment