Home » উদয়পুরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী কলা উৎসব

উদয়পুরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী কলা উৎসব

by admin

প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে শুরু হয়েছে দুদিন ব্যাপী কলা উৎসব ২০২৪-২৫।দুদিন ব্যাপী কলা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ,পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , গোমতী জিলা পরিষদের সভাধিপতি তথা প্রধান অতিথি দেবল দেবরায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ও কাকড়াবন শালগড়া-কাকড়াবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার ,উদয়পুর পুর পরিষদের পুর পিতা শীতল চন্দ্র মজুমদার সহ এবং অন্যান্য অতিথিবৃন্দ । সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের সুতপা সূর । দুদিন ব্যাপী কলা উৎসবে মোট ছয়টি ইভেন্টে অনুষ্ঠিত হবে । ইভেন্ট গুলোর মধ্যে আছে নৃত্য সঙ্গীত ,ভিজ্যুয়াল আর্ট, স্টোরি টেলিং,ড্রামা ও বাদ্য যন্ত্র প্রতিযোগিতা ।আজ অনুষ্ঠিত হচ্ছে ইত্যাদি নৃত্য সঙ্গীত ,ভিজ্যুয়াল আর্ট।আগামীকাল অনুষ্ঠিত হবে স্টোরি টেলিং,ড্রামা ও বাদ্য যন্ত্র প্রতিযোগিতা। গোমতি জেলার সাতটি ব্লক,উদয়পুর পুর পরিষদ ও অমরপুর নগর পঞ্চায়েত মিলে মোট ১৯০ জন প্রতিযোগি ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন যাদের মধ্যে করবুক মহকুমা থেকে ৩৩ জন ,অমরপুর মহকুমা থেকে ২৯ জন ও উদয়পুর মহকুমা থেকে ১২৮ জন। সভায় উল্লিখিত বক্তারা সকলে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ২০১৫ সালে এই কলা উৎসবের শুভ সূচনার গুরত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন।নৃত্য ,সঙ্গীত ও ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নিলাদ্রি চক্রবর্তী,কিশোর দেববর্মা, সৌমেন দেব, গুরুদীপন আচার্যী , প্রশান্ত সিনহা ও জয়শ্রী রায়।

You may also like

Leave a Comment