বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের উদ্যোগে খোয়াই বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা দেব-দেবীর মূর্তিগুলোকে সংগ্রহ করে নদীতে বিসর্জন করা হয়। এর পাশাপাশি মাইক যোগে সবাইকে সচেতন করার একটা প্রয়াস ও নেওয়া হয়। এই মহান কাজের সাথে যুক্ত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ দত্ত ভৌমিক, বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক শ্রী বিজয় গোপ, বজরাং দলের জেলা সংযোজক শ্রী রাজেশ গোপ, শ্রী সত্যজিৎ রায়, শ্রী পল্লব ঘোষ সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্যকর্তাগন। বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ দত্ত ভৌমিক বলেন আমার যারা হিন্দু ধর্মে বিশ্বাসী এবং সনাতনি তাদের এই ধরনের কাজ কখনই কাঙ্খিত নয়। তিনি বলেন আমরা মূর্তি পূজায় বিশ্বাসি, পুজোর পরে প্রতিমা গুলো যত্রতত্র রেখে দেই। তাতে করে হিন্দু দেবদেবীদের যেমন অপমান করা হচ্ছে তেমনি পরিবেশের সুন্দরত্ব বিগ্ন হচ্ছে। আগামী দিনগুলোতে হিন্দুত্ব বাদীরা এই বিষয়টি উপর একটু নজর দেন সে দাবি রাখেন তিনি।
60
previous post