প্রতিনিধি, বিশালগড় , ৫ নভেম্বর।। রাজ্য জুড়ে সদস্যতা অভিযানের পর এবারে সক্রিয় সদস্যতা অভিযান শুরু করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলা সিপাহীজলা (উত্তর) জেলায় ২৫৮ টি বুথের জন্য ১০৩২ জন কার্যকর্তা সক্রিয় সদস্যপদ গ্রহণ করবে। আগামী ২৫ শে নভেম্বর সক্রিয় সদস্যতা অভিযান সমাপ্তি ঘটবে। ইতিমধ্যে দ্বিতীয় দফায় ৪২৪ জন বিজেপির কার্যকর্তা সক্রিয় সদস্য হয়েছেন। ইতিমধ্যে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপির প্রদেশ সদস্য সমীর রঞ্জন ঘোষ এই জেলায় সক্রিয় সদস্যপদ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকালে বিশালগড় রঘুনাথপুর স্থিত জেলা কার্যালয়ে জেলার সক্রিয় সদস্যদের প্রথম তালিকা প্রকাশ করেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। এদিন ওবিসি মোর্চার প্রাক্তন প্রদেশ সভাপতি বর্তমান বিজেপির প্রদেশ সদস্য সমীর রঞ্জন ঘোষ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের হাত থেকে সক্রিয় সদস্য পদ গ্রহণ করেন। জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জানান এই জেলায় সংগঠন পর্ব সদস্যতা অভিযান এখনো শেষ হয়নি। ইতিমধ্যে জেলার পাঁচটি মন্ডল থেকে ৬০ হাজার নাগরিক অনলাইনে সদস্য পদ গ্রহণ করেছেন। এছাড়া অফলাইনে আবেদন করেছেন ৪ হাজার। এই জেলায় মোট এক লক্ষ সদস্য পদের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সক্রিয় সদস্য পদ গ্রহণ অভিযান। জেলায় সদস্যতা অভিযানের ইনচার্জ রয়েছেন সমীর অঞ্জন ঘোষ এবং কো ইনচার্জ রয়েছেন অপূর্ব দাস। তিনি জানান সক্রিয় সদস্য পদের আবেদন গুলি স্কুটিনি করে সদস্য পদ দেয়া হচ্ছে। সমীর রঞ্জন ঘোষ জানান সারা রাজ্যে এই অভিযান চলছে। প্রদেশ স্তরে সদস্যতা অভিযানের দায়িত্বে রয়েছেন প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। এবং সক্রিয় সদস্যতা অভিযানের দায়িত্বে রয়েছেন প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। জনজাতি এলাকায় ভৌগলিক কারণে সদস্য তা অভিযান ধীর গতিতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সদস্যতা অভিযান এবং সক্রিয় সদস্যতা অভিযানকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে বলে তিনি জানান।
58