Home » রকমা‌রি জুমের ফসল ‌বি‌ক্রির হি‌ড়িক প‌ড়ে‌ছে।

রকমা‌রি জুমের ফসল ‌বি‌ক্রির হি‌ড়িক প‌ড়ে‌ছে।

by admin

ধর্মনগর প্রতিনিধি। প্রতি বছ‌রের ন‌্যায় এবারও উত্তর ত্রিপুরার পা‌নিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাঙ বাজা‌রে পাহা‌ড়ি জনজাতিদের উৎপাদিত রকমা‌রি জুমের ফসল ‌বি‌ক্রির হি‌ড়িক প‌ড়ে‌ছে।বর্তমান সময়ে সবচেয়ে বেশি বাজারজাত হচ্ছে লেবু কাঁঠাল আনারস সহ রকমা‌রি শাক সব‌জি ও কলা।বৃহস্পতিবার সপ্তা‌হিক হাট বার উপল‌ক্ষে সকাল থেকেই ক্রেতা বি‌ক্রেতা‌দের উপ‌চে পড়া ভিড় প‌রিল‌ক্ষিত হয় স্থানীয় বাজা‌রে।পাহা‌ড়ি জনজাতিদের উৎপাদিত সামগ্রীগু‌লে স্থানীয় বি‌ভিন্ন বাজার সহ অসম মেঘালয় ও ভিন রা‌জ্যেও রপ্তা‌নি করা হয়।এর থে‌কে আ‌য়ের অংশ দি‌য়ে চ‌লে পাহা‌ড়ি জনজা‌তি‌দের প‌রিবার।এ ম‌র্মে এক ব‌্যবসায়ী রু‌বেল রাঙলং জানান এখানকার ফলমুল শাকসব‌জি ও কলা বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও রপ্তা‌নি করা হয়।আগা‌মি কিছু‌দি‌নের ম‌ধ্যে বাজা‌রে আসবে জুমের চিনার।যার খুব চাহিদা র‌য়ে‌ছে বি‌ভিন্ন এলাকার খাদ‌্য র‌সিক জনগ‌নের মধ্যে।এছাড়া প্রতি‌টি সিজ‌নে ভিন্ন স্বা‌দের জু‌মের ফলন এই বাজা‌রে পাওয়া যায়।দামও তুলনামুলক ভা‌বে অ‌নেক কম।ফ‌লে পাহা‌ড়ি জনজা‌তি অধ‌্যু‌ষিত এই বাজা‌রের একটা বাড়‌তি সুনামও রয়েছে।

You may also like

Leave a Comment