Home » তেজস্বিনী মহিলা সম্মেলনকে সামনে রেখে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর জেলা আরএসএস কার্যালয় এ।

তেজস্বিনী মহিলা সম্মেলনকে সামনে রেখে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর জেলা আরএসএস কার্যালয় এ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আগামী রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত ধর্মনগরের বিবেকানন্দ সার্ধকবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে শুক্রবার উত্তর জেলার স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মীনাক্ষী নাথ (জেলা প্রমুখ), লতিকা দাস (প্রান্তকূলের সদস্য), কনিকা মালাকার (তরণী সদস্য) এবং কাকুলি রাউত উত্তর জেলা প্রচারক প্রমুখ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই তেজস্বিনী মহিলা সম্মেলন। ইতিমধ্যেই রাজ্যের তিন জেলাতে এই মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে রবিবার উত্তর জেলায় চতুর্থ জেলা হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মহিলাদের একত্রিতকরণ এবং স্বশত্তিকরণ হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। মহিলাদের দ্বারা আত্মনির্ভর স্বাভিমানী ভারতের নির্মাণ হচ্ছে মূল উদ্দেশ্য। অখণ্ড সংস্কৃতিক বিচার ধারাকে প্রতিষ্ঠিত করতে মাতৃ শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সমস্ত সৃষ্টিকে পরিপুষ্ট করে চলা এ বিচারধারায় সমৃদ্ধ তেজস্বী মাতৃ শক্তির দ্বারা নবনির্মিত ভারতের নির্মাণ করতে মহিলাদের একত্রীকরণ একান্ত জরুরি। তাই সব মহিলাদের নিয়ে রবিবার অর্থাৎ ৭ জানুয়ারি হতে চলেছে তেজস্বিনী মহিলা সম্মেলন। এই সম্মেলনের উদ্যোক্তারা উত্তর জেলার প্রতিটি মহিলা অর্থাৎ নারী-বোনদের এই সম্মেলনে উপস্থিত থেকে নারী শক্তির জানান দিতে আহ্বান জানান।

You may also like

Leave a Comment