Home » আবার ট্রেন দুর্ঘটনা, করমণ্ডলকাণ্ডের চার দিনের মাথায় ওড়িশায় বেলাইন মালগাড়ি

আবার ট্রেন দুর্ঘটনা, করমণ্ডলকাণ্ডের চার দিনের মাথায় ওড়িশায় বেলাইন মালগাড়ি

by admin

করমণ্ডল দুর্ঘটনার ক্ষত শুকোতে না শুকোতেই ওড়িশায় আবার ট্রেন দুর্ঘটনা। বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় সোমবার বেলাইন হল মালগাড়ি। বারগড় জেলায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।চুনাপাথর নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। কী কারণে বেলাইন হল মালগাড়ি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। রেল সূত্রে খবর, ওই লাইনেই বেলাইন হয়েছে মালগাড়িটি। ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়।দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের রেলপথে ডাউন লাইন দিয়ে প্রথম একটি মালগাড়ি চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ওড়িশাতেই বেলাইন হল ট্রেন। এ বার লাইনচ্যুত হল মালগাড়ি।

You may also like

Leave a Comment