
প্রতিনিধি, বিশালগড় , । ত্রিপুরা স্কুল স্পোর্টস বোড আয়োজিত অনূর্ধ্ব ১৪,১৭,১৯ বয়সের বালক বালিকাদের নিয়ে বিশালগড় টাউন হলে আয়োজিত তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। যোগা প্রতিযোগিতা চ্যাম্পিয়নের শিরোপা দখল করে পশ্চিম ত্রিপুরা জেলা। রানার্স হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। বৃহস্পতিবার প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ক্রীড়া আধিকারিক রমেন্দ্র দেববর্মা, সিপাহীজলা জেলা কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি প্রবীর দেববর্মা, সমাজসেবী সুশান্ত সেনগুপ্ত, তাপস ঘোষ, বিশালগড় স্কুল বোর্ডের সচিব আলমগীর হোসেন প্রমূখ । প্রতিযোগিতায় ২৩১জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।