
প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ের সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে। শহর এবং গ্রাম সর্বত্র উন্নয়নের চাদরে মোড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে নানা পরিকাঠামো উন্নয়নের রূপরেখা তৈরি হয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে চন্দ্রনগর, সুনামগঞ্জ, রাউৎখলায় নাট মন্দির নির্মাণ হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব। সঙ্গে ছিলেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। নাট মন্দির নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন চন্দ্র নগর, রাউৎখলা, সুনামগঞ্জের নাগরিকরা। সেই দাবি পূরণে পদক্ষেপ গ্রহণ করেছে নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। এদিন বিধায়ক সুশান্ত দেব স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। শীঘ্রই নাটমন্দির নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি। এছাড়া জাঙ্গালিয়ার পরিত্যক্ত জঞ্জালে ঘেরা জলাশয় সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে একটি সুইমিং পুল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিধায়ক সুশান্ত দেব জানান, বিশালগড়ে কয়েকটি অব্যবহৃত জলাশয় সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে জাঙ্গালিয়ার জলাশয়টিকে সুইমিং পুল করা হবে। শিশু কিশোরদের শারীরিক বিকাশে সাঁতার গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বাড়িতে পুকুর নেই। সাঁতার কাটতে জানেনা নবপ্রজন্মের শিশুরা। এখানে সুইমিং পুল হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ উপকৃত হবে। এ বিষয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিধায়ক সুশান্ত দেব।