Home » ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল

ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মহামান্য রাজ্যপাল

by admin

প্রতিনিধি কৈলাসহর:-মনু নদীর অববাহিকায় সবুজ বনানীর কোলে আজ থেকে ৭৫ বছর আগে যে বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল অনেক চড়াই-উৎরাই অতিক্রম করে আজ সেই বিদ্যালয় মহীরুহের মতো দাঁড়িয়ে হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করেছে।ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্লাটিনাম জয়ন্তী বর্ষের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর হাত ধরে। বিদ্যালয়ের এই স্বর্ণজ্জ্বোল মুহূর্তে সাক্ষী ছিলেন অনেক গুণীজনেরা।মহামান্য রাজ্যপালের আগমনের সাথে সাথেই জাতীয় সংগীতের সুরে সকলেই দেশমাতৃকার প্রতি অভিবাদন জানিয়েছেন।এরপর মঙ্গল শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের উদ্বোধন এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার মহামান্য রাজ্যপাল‌‌। উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস,সভাধিপতি অমলেন্দু দাস,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিনহা।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফটিকরায় কালচারাল সেল ও নৃত্য পরিবেশন করেন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ছাত্রীবৃন্দ। ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এই বিদ্যালয়টির প্রারম্ভিক সময়ের কথা প্রসঙ্গত উল্লেখ করেছেন।এই বিদ্যালয় তৈরীর ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন বিধায়ক সমাজকর্মী সংস্কৃতিমনস্ক শিক্ষানুরাগী প্রয়াত গোপেশ রঞ্জন দেব। এছাড়াও অসংখ্য শিক্ষানুরাগী গুণীজনদের ঐকান্তিক প্রয়াস ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে এই ফটিকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তার ক্রমোন্নয়নের পথে এগিয়ে চলার শক্তি সঞ্চারিত করেছিল।এই বিদ্যালয় বর্তমানে শিক্ষা, সংস্কৃতি,ক্রীড়া,বিজ্ঞান, প্রযুক্তি,জ্ঞান চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে এই জেলা তথা রাজ্যের অন্যান্য বিদ্যালয় কে টেক্কা দিয়ে চলছে। বিদ্যালয়ের ঝুলিতে বিভিন্ন সময়ে জাতীয় ও রাজ্য সরকারের বিভিন্ন পুরস্কার প্রাপ্তি হয়েছে।২০১৪ এবং ২০১৯ সালে ত্রিপুরা সরকার কর্তৃক বেস্ট স্কুল অফ ত্রিপুরা এওয়ার্ড ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পেয়েছে। দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন বিদ্যালয়ের দুজন শিক্ষক সুজিত কুমার চৌধুরী ও কল্যাণ কুমার পুরকায়স্থ। যেখানে এই বিদ্যালয়টি রয়েছে সেখান থেকেই ফটিকরায় আম্বেদকর কলেজের যাত্রা শুরু হয়েছিল তৎকালীন সময়ে। বর্তমানে বিধানসভার বিধায়ক তথা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উন্নয়ন কর্মযজ্ঞ ত্বরান্বিত হচ্ছে। নতুনভাবে শুরু হয়েছে হেরিটেজ বিল্ডিং এর কাজ। যা কিছুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে এই স্কুলের সৌন্দর্যায়নকে আরো পল্লবিত করবে।মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন এবং বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থা সাথে যুক্ত হয়ে এই স্কুলের ক্রমোন্নয়ন এবং গুনগত শিক্ষা চর্চার প্রসার সম্পর্কে আলোচনা করেন। মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত বিধায়ক গোপেশ রঞ্জন দেবের স্মৃতি স্মরণ করেন। তিনি বিদ্যালয়ের পরিকাঠামগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বমহিমায় আজ মহীরূহের মতো দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে অগণিত বিদ্যার্থীদের মধ্যে। কেননা একটি স্কুলই হচ্ছে জীবন মুখরতার বিরলতর চত্বর,যেখানে মানুষ মানুষ হয়ে ওঠে মানুষের মধ্যে মানবিকতা বোধ জেগে ওঠে। মানুষের মধ্যে জীবনচর্চার সমস্ত উপাদান ভরে দেন শিক্ষক-শিক্ষিকারা।উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শেষে তারপর আর্ট এক্সিবিশনের আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

You may also like

Leave a Comment