Home » দুদিন ব্যাপী বাউল উৎসবের সূচনা কৈলাসহরে

দুদিন ব্যাপী বাউল উৎসবের সূচনা কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-লোক সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় আজ থেকে আইটিআই ময়দানে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্য ভিত্তিক বাউল উৎসব-২০২৫। আজ সন্ধ্যা ৭টায় এই সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন,ত্রিপুরার সংস্কৃতির সঙ্গে বাউল সংগীতের গভীর সম্পর্ক রয়েছে।বাউল গান আমাদের লোকসংস্কৃতির একটি অপরিহার্য অংশ।এই আয়োজন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করবে।তিনি আরও আশা প্রকাশ করেন যে এই উৎসব রাজ্যের সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।এই বাউল উৎসবের প্রধান উদ্দেশ্য ত্রিপুরার লোক সংগীতের প্রচার ও প্রসার। দুদিনের এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীরা তাঁদের পরিবেশন করবে।রাজ্য ভিত্তিক এই বাউল উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক উপভোগের ক্ষেত্রেই নয়,বরং ত্রিপুরার ঐতিহ্যবাহী শিল্পকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment