পুলিশ ফাঁড়ির ১০০ মিটার দূরে খোয়াই সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করল নিশ কুটুম্বের দল। প্রায় লক্ষাধিক টাকা প্রণামী বাক্সে ছিল বলে অনুমান মন্দিরে দায়িত্বপ্রাপ্ত লোlকেদের অভিযোগ। খোয়াই থানার পুলিশ সূত্রের খবর বুধবার সকালে প্রাত:ভ্রমণকারী কিছু লোকের নজরে আসে চুরির ঘটনাটি। তারা লক্ষ্য করে দেখতে পান রাধাকৃষ্ণ মন্দিরে বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে lপড়েছে। বিষয়টি প্রত্যক্ষ করার পর তারা আশপাশের লোকদের ডেকে আনেন। পরবর্তী সময়ে সকলে মিলে খোয়াই থানায় খবর lপ্রেরণ করেন । খবর পেয়ে বেলা 11 টা নাগাদ ছুটে আসে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ বাবুরা। তারা এসে চুরির ঘটনার রুটিন মাফিক তদন্ত করে ফিরে যান। এদিন রাধা কৃষ্ণ মন্দিরের পাশাপাশি পার্শ্ববর্তী শনি মন্দিরের প্রণামী বাক্স তুলে নিয়ে যায় চোরের দল। সম্প্রতি কুয়াশাচ্ছন্ন খোয়াই শহরে নিশি কুটুম্বদের উপদ্রব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চোরির ঘটনা সংগঠিত হচ্ছে অল্প বয়সী নেশাখোরদের দৌলতে। নেশা সামগ্রীর অর্থ যোগান দিতেই এ ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে বলে অভিমত খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগনের। প্রশ্ন হল পুলিশ ফাঁড়ির ১০০ মিটার দূরত্বে নিশি কুটুম্বরা মন্দিরে ঢুকে প্রণালী বাক্স তুলে নিয়ে গেল অথচ পুলিশ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিশি কুটুম্ব কিংবা চোরের দলের কোন প্রকার হদিস পেল না । এই বিষয়ে খোয়াই শহরে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
পুলিশ ফাঁড়ির ১০০ মিটার দূরে খোয়াই সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করল নিশ কুটুম্বের দল
by admin
written by admin
191
previous post