প্রতিনিধি, বিশালগড়,
********************************************************************
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে । খেলাধুলার প্রতি বর্তমান প্রজন্মকে আরো বেশি উৎসাহিত করতে রাজ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্ৰহন করছেন।বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের আন্তরিক প্রচেষ্টায় এবার বিশালগড়ে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে ভিত্তিক ওয়েট লিফটিং প্রতিযোগিতা। শুক্রবার বিশালগড় স্থিত অফিসটিলা নতুন টাউন হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যে ও জেলা ভিত্তিক ওয়েট লিফটিং প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন ওয়েট লিফটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল কর্মকার। তিনি জানান ওয়েট লিফটিং এসোসিয়েশনের ৪৭ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। আগামী ১০ থেকে ১২ নভেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় আটটি জেলা থেকে ২৫০০ জন অংশগ্রহণ করবেন। ১৬ বছরে বালকরা ৪৯ থেকে ৫৫ কেজি পর্যন্ত ওয়েট লিফটিংয়ে অংশগ্রহণ করবে। ১৬ বছরের বালিকারা ৪০ থেকে ৪৫ কেজি পর্যন্ত ওয়েট লিফটিং অংশগ্রহণ করবে। ২০ বছরের মধ্যে যুবকরা ৫৫ থেকে ৮৯ কেজি পর্যন্ত ওয়েট লিফটিংয়ে অংশ গ্রহণ করবেন। ১০ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আধার কার্ডের জেরক্স কপি করে নিয়ে আসতে আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষরা। ১২ নভেম্বর প্রতিযোগিতার সমাপ্তি শেষে পুরস্কার বিতরণ করা হবে।বিশালগড় বিধানসভায় এই প্রথম ওয়েট লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে এখান কার ছেলেমেয়েদের এই খেলায় অংশগ্ৰহন করার আরো কৌতুহল বাড়বে।