প্রতিনিধি,গন্ডাছড়া ৪ ফেব্রুয়ারি:- শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪৪ তম বাৎসরিক মহোৎসবকে সামনে রেখে আজ গন্ডাছড়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম কমিটির পক্ষ থেকে মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি, জল বিতরণ করা হয়। সেখানে ভক্তবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমিল দেব, নৃপেন্দ্র রায়, পরিমল বসু, বাদল দেবনাথ, রায়চান সরকার, স্বরণ বিশ্বাস। ফল, মিষ্টি বিতরণ শেষে প্রমিল দেব জানান ঠাকুরের মহোৎসবকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই বছরও মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি, জল বিতরণ করা হয়। এই দিন উৎসব কমিটির পক্ষ থেকে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয় যাতে পাঁচদিন ব্যাপী উৎসবকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং জাতি, উপজাতি সমস্ত অংশের মানুষের শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান করা হয়। উৎসব কমিটির পক্ষ থেকে ফল ,মিষ্টি, জল পেয়ে খুশি রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা।
রাম ঠাকুর সেবাশ্রম কমিটির পক্ষ থেকে মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি, জল বিতরণ করা হয়
by admin
written by admin
123