প্রতিনিধি , উদয়পুর :- ২০২৪ সালের আগস্ট মাসের ২১ তারিখ ত্রিপুরা রাজ্যে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল । তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গোমতী জেলার অমরপুর মহকুমা । গোমতী নদীর বন্যার জল সমস্ত মহকুমায় প্লাবিত করে । এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সরকারি বিভিন্ন সম্পত্তি । বন্যার জলে ভেঙে পড়ে রাস্তাঘাট , অঙ্গনওয়ারী সেন্টার , বিভিন্ন সরকারি অফিস এবং গোমতী নদী লাগুয়া বিভিন্ন সরকারি রাস্তা । মঙ্গলবার দুপুরে গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা ও অমরপুর কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস , অমরপুরের বিডিও এবং বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অমরপুরের বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন জেলা শাসক। বীরগঞ্জ সেতুর কাছে এবং মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা প্রদর্শন করেন বিধায়ক ও জেলাশাসক । গোমতী জেলা শাসককে এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখিয়েছেন বিধায়ক এবং জেলা শাসকের কাছে বিধায়ক জানিয়েছেন আগামী দিনে অমরপুর মহকুমাকে পুনরায় আগের মত সাজিয়ে তুলতে হলে প্রচুর অর্থরাশির প্রয়োজন তার জন্য জেলাশাসক যেন উদ্যোগ গ্রহণ করে এই জেলার মহকুমাকে যেন পুনরায় সাজিয়ে তুলতে পারে । এই বিষয়ে রাজ্য সরকারের নজরে গোটা বিষয়টি যেন নিয়ে যাওয়া হয় এই বিষয়ে জেলাশাসক সম্পূর্ণ বিষয়টি জানাবেন বলে জানা গিয়েছে এদিন প্রশাসনিক সূত্রে। যেভাবে বিভিন্ন সড়ক পথ গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে তার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন অমরপুর মহকুমাবাসী । পাশাপাশি গোমতী নদী সংলগ্ন যে সকল রাস্তাঘাট বর্তমানে বালুর চড়ে পরিণত হয়েছে এর ফলে বিভিন্ন সড়কের অবস্থা বর্তমানে খারাপ রয়েছে। খুব শীঘ্রই যেন পূর্ত দপ্তর থেকে এই সকল রাস্তাঘাট কে নতুনভাবে সারাই করা হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায় ।
বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও জেলাশাসক
20