Home » দীপাবলির রাতে দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের বাড়িতে গেলেন অর্থমন্ত্রী

দীপাবলির রাতে দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের বাড়িতে গেলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :- গত ৩১ শে অক্টোবর দীপাবলির রাতে উদয়পুর গকুলপুর এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের । মৃত্যুর ঘটনা জানতে পেরে রবিবার দুপুরে টেপানিয়া এলাকায় মৃত যুবক পীযূষ দেবনাথের বাড়িতে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রানী দাস সহ গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান ও দলীয় বিজেপি নেতৃত্বরা । এদিন অর্থমন্ত্রী পীযুষের শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হন তার বাড়িতে । মন্ত্রীকে কাছে পেয়ে তার বাবা পরিমল দেবনাথ থেকে শুরু করে পীযুষের স্ত্রী ও বাড়ির সকল আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়ে মন্ত্রীর সামনে । মন্ত্রী নিজ হাতে তার সন্তানকে কোলে নেন এবং কথা বলেন গোটা পরিবারের লোকজনের সাথে ‌ । পরে মন্ত্রী সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন , মর্মান্তিক একটি অঘটন ঘটে গিয়েছে তা খুবই দুঃখজনক ঘটনা ‌। বর্তমানে গোটা পরিবারটি কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে সে দিকে লক্ষ্য রেখে সরকারের বিভিন্ন সুযোগ কিভাবে পাওয়া যায় সে বিষয়ে তিনি চেষ্টা করবেন । এদিন মন্ত্রী দীর্ঘসময় পীযুষের বাড়িতে বসে থেকে গোটা ঘটনার খোঁজখবর নেন । পরবর্তী সময় টেপানিয়া ও শালগড়া এলাকায় অজয় দাস এবং দেবজিৎ ভৌমিক এই দুইটি যুবকের প্রাণ হারিয়েছে ক্যান্সারের আক্রান্তের ঘটনায় । তাদের বাড়িতে গিয়েও পরিবার-পরিজনের সাথে কথা বলেন তিনি । খোঁজখবর নেন গোটা পরিবারের । অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এই ধরনের উদ্যোগকে এদিন অনেকেই ধন্যবাদ জানান তার কারণ মন্ত্রী এত ব্যস্ততার পরেও যেভাবে নিজ-বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য সময় দিয়ে তাদের সুখ-দুঃখের পাশে সব সময় দাঁড়িয়ে থাকেন তা খুবই প্রশংসার। এই ধরনের মৃত্যু যাতে কখনো না ঘটে ঈশ্বরের কাছে কামনা করেন অর্থমন্ত্রী ।

You may also like

Leave a Comment