প্রতিনিধি মোহনপুর :- রাজ্যের ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের। এই নির্বাচনে দলের ভালো ফলাফল জন্য মাঠে নেমেছে বিজেপি। রবিবার মোহনপুর বিধানসভার ডাইনমারাতে জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ।
সামনেই ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। রবিবার মোহনপুর বিধানসভা এলাকার নয়টি এডিসি ভিলেজ, বামুটিয়া বিধানসভার দুটি এডিসি ভিলেজ এবং সিমনা বিধানসভার একটি এডিসি ভিলেজের দলীয় নেতৃত্বদের নিয়ে হয়েছে নির্বাচনের প্রস্তুতি বৈঠক। আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি নিতে এই বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি নির্বাচনে লেফুঙ্গা ব্লক সহযোগী দলদের সাথে নিয়ে দখল করারও ঘোষণা দিয়েছেন মন্ত্রী। এই সভাতে নির্বাচনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার নেতা রঞ্জিত দেববর্মা, প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা।
ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ডাইনমরায় বৈঠক বিজেপির
171
previous post