প্রতিনিধি, বিশালগড় , ৩ নভেম্বর।। আনন্দ মার্গ প্রচারক সংঘ বিশালগড় উপভুক্তির দিদিদের উদ্যোগে ভাতৃদ্বিতীয়া উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার বিশালগড় আনন্দ মার্গ স্কুলের জাগৃতি গৃহে নানা মাঙ্গলিক কার্যক্রমের মধ্যে দিয়ে ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠিত হয়। প্রভাত সঙ্গীত, অখন্ড কীর্তন, মিলিত সাধনা, গুরু পূজা এবং আলোচনা চক্র শেষে শুরু হয় ভাতৃদ্বিতীয়া। প্রচারক সংঘের দিদিরা বিশ্ব ভাতৃত্বের আহবানে ভ্রাতা মে চিরায়ুর্ভবতু মন্ত্র উচ্চারণের মাধ্যমে উপস্থিত সকল ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। স্কুলের শিক্ষক, এলাকার সজ্জন ব্যাক্তিবর্গ সহ বিশালগড়ের সাংবাদিকরা আনন্দ মার্গ প্রচারক সংঘের দিদিদের হাতে ভাইফোঁটা নেন। স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, প্রিন্সিপাল প্রাণগোপাল আচার্য সহ প্রচারক সংঘের দাদারা এই উৎসবে অংশ নেন। ভাতৃদ্বিতীয়া উৎসবের আহবায়ক মিষ্ঠু দেবনাথ, অনামিকা পাল সহ উপভুক্তির সুষ্মিতা দেবনাথ এবং সকল দিদিরা উপস্থিত ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। শেষে মিলিত ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
59