প্রতিনিধি। তেলিয়ামুড়া। ৩রা অক্টোবর।খোয়াই জেলার অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত, তেলিয়ামুড়ার বুলেট ক্লাব শুধুমাত্র দুর্গাপূজাকে নিয়েই ব্যস্ত থাকে না। সারা বছরই বুলেট ক্লাবের সদস্যরা নানান সামাজিক কাজকর্ম ও করে থাকে। আজ বুলেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত আজকের রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়া মুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। বিধায়িকা কল্যাণী সাহা রায়, বুলেট ক্লাবের সামাজিক কাজের প্রশংসা করে বলেন, রক্তদানের থেকে মহান দান আর কোন কিছু হতে পারে না। রক্তের কোন বিকল্প নেই। সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা নানান গবেষণা করছেন। কিন্তু আজও রক্তের বিকল্প বিজ্ঞানীরা উদ্ভাবন করতে পারেননি। তাই রক্তদান মহানদান। আমরা যে রক্ত দান করি। সেই রক্ত কখন কোন জাতি ধর্ম বর্ণের মানুষের শরীরে রক্ত যায় তা আমরা আগে থেকে বলতেও পারিনা। তাই রক্তের কোন জাত ধর্ম বর্ণ কোন কিছুই নেই। রক্ত শুধু মানুষকে জীবন দান করে। রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য শ্রীমতি রায় সকলকে আবেদন রাখেন। আজকের রক্তদান শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ইনচার্জ ডক্টর চন্দন দেববর্মা, বুলেট ক্লাবের সভাপতি সুখেন্দু বিকাশ দাস এবং সম্পাদক পার্থসারথি রায় সহ অন্যান্যরা। এখানে প্রসঙ্গত উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর বুলেট ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সম্পাদক পার্থসারথি রায় জানান, আগামী কিছুদিনের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে, এলাকাতে বিরুদ্ধে সচেতনামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
75
previous post