বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার প্রাক্ লগ্নে আজ পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপামর বাঙালী জাতির প্রতি শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের হল ঘরে।হল সজ্জা, মঞ্চ সজ্জা, অনুষ্ঠান সঞ্চালনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানকে সুনিপুনভাবে সাজিয়ে মঞ্চস্থ করানো সবই ছাত্রছাত্রীরা নিজেরাই করে। বিশেষ করে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সর্বোচ্চ ভূমিকা গ্রহণ করে।আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় থেকে সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাস এবং সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক নিত্যানন্দ নাথ মহোদয়গণ।এছাড়া বিদ্যালয়ের উপাধ্যক্ষা পান্না দেবনাথ মহোদয়াসহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ছাত্রছাত্রীদের সঙ্গীত,নৃত্য পরিবেশনার পাশাপাশি শিক্ষিকারাও নাচ গানে অংশগ্রহণ করেন।ছাত্রদের পরিবপশনাই হউক বা শিক্ষকদের পরিবেশনা, প্রত্যেকটা অনুষ্ঠান পরিবেশনাই ছিল হৃদয় স্পর্শী।মঞ্চ ও হল সজ্জার ক্ষেত্রে সুকুমার শিল্পের ছোঁয়া ছিল ভরপুর।পুরো অনুষ্ঠানটাই এতো নান্দনিকতায় পরিপূর্ণ ছিল যে,ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না।এই বয়সের ছাত্রছাত্রীদের ভেতরে যে,এতো শৈল্পিক- সৃষ্টিশীলতার অভিব্যক্তি লুকিয়ে ছিল এই অনুষ্ঠান সামনাসামনি না দেখলে বোঝার উপায় ছিল না।বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানের সার্বিক সৌন্দর্য্য দিয়ে বোঝিয়ে দিয়েছে যে,ওদের স্যার-মেডামরা ওদেরকে শুধু পড়াশোনা করানোর মধ্যে সীমাবদ্ধ রাখেন না,ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে এই বিদ্যালয়ের জুড়ি মেলা ভার। এখানে বিশেষ উল্লেখ্য বিষয় হচ্ছে, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সুকুমার শিল্পের বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পের শিক্ষক-শিক্ষিকারা বিশাল ভূমিকা পালন করে চলেছেন। শারদীয়া উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের উপাধ্যক্ষা পান্না দেবনাথ মহোদয়া ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করে বলেন
বাঙালী জাতির প্রতি শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
by admin
written by admin
79