ধর্মনগর প্রতিনিধি … প্রাক পূজার প্রাক্কালে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বমন্ত সেন ধর্মনগরের ৫১ টি ওয়ার্ডের পঞ্চাশ জনকে বেছে নিয়ে যে কাপড় বিলি করার পরিকল্পনা গ্রহণ করেছে তা প্রতিদিন উদ্দীপনা সহকারে দলে দলে মহিলারা যোগদান করে সার্থক করে তুলছে। এই কান্ড থেকে চারবার তিনি বিধায়ক পদে নির্বাচিত হওয়ায় সাধারণ জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ওনার এসে গেছে। তাই তাদের দানে ঋণী বিধায়ক সামান্যতম কিছু একটা পড়তে যাচ্ছে এলাকার জীবন্ত দেবী দুর্গার প্রতি। প্রতিদিন আবাল বৃদ্ধ বণিতা জাতি ধর্ম নির্বিশেষে তিনি কাপড় বিলি করে চলেছেন। এখানে না আছে কোন ধর্মের সমারোহ কোন জাতির সমারহ। একদিকে যেমন সংখ্যাগুরু হিন্দুরা এই কাপড় পেয়ে উনাকে আশীর্বাদ করছেন তেমনি সংখ্যালঘু পরিবারের মানুষ সহ উনাকে আশীর্বাদ করছেন। এ যেন এক বিভেদের মাঝে ঐক্যের সমারোহ আনতে চাইছেন এলাকার বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং বলা যায় আনতে সমর্থক হয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। বয়স্ক মহিলারা যেভাবে প্রাণ ভরে উনাকে আশীর্বাদ করছেন তা দেখে মানুষের মন জুড়িয়ে যায়। সামান্য এক ধানের মাধ্যমে যে মানুষের আশীর্বাদ পাওয়া যায় তা দেখিয়ে দিচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
বিশ্ববন্ধু সেনের ওয়ার্ড ভিত্তিক কাপড় বিলিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা।
by admin
written by admin
77