Home » গন্ডাছড়ায় ছাত্র-ছাত্রীদের পাঠদানে টিএসআর

গন্ডাছড়ায় ছাত্র-ছাত্রীদের পাঠদানে টিএসআর

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৩ এপ্রিল:- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ভাবনা’কে সামনে রেখে টিএসআর দশম ব্যাটেলিয়ানের জোয়ানরা এক অভিনব উদ্যোগ হাতে নেয়। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত ভারত-বাংলা সীমান্তবর্তী রতননগর এডিসি ভিলেজ। সেখানে কয়েক শত পরিবারের বসবাস। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রতন নগর বাজারে বহু বছর আগেই টিএসআর ক্যাম্প বসানো হয়। গত ১১ ডিসেম্বর রতননগর ক্যাম্পে ত্রিপুরা স্টেট রাইফেল দশম ব্যাটেলিয়ানের ব্রাভো কোম্পানির জোয়ানরা পোস্টিং নেওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার কাজের পাশাপাশি তারা এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের কাজও করে যাচ্ছেন। ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বঙ্কিম দেববর্মা জানান রতন মনি পাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় আরো ভাল ফলাফলের জন্য টি.এস.আরের উদ্যোগে রতননগর কমিউনিটি হলে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়। নতুন পাসিং আউট শিক্ষিত টিএসআর জওয়ানরা প্রত্যেকদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোচিং এর মাধ্যমে তাদের পাঠদান দিচ্ছেন। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এ কোচিংয়ে অংশ নিচ্ছেন। তাতে দেখা যাচ্ছে আগের তুলনায় এবার ছাত্রছাত্রীরা পরীক্ষা আরো ভালো ফলাফল করতে পেরেছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরো জানান টি এস আর জোয়ানরা যারা পাঠদান দিচ্ছেন তাদের মধ্যে কেউ বিএ, এম.এ পাশের পাশাপাশি বাংলা,অংক অনার্স পাস করাও রয়েছে। তিনি বলেন ছাত্র-ছাত্রীরা আগের তুলনায় অনেকটাই শৃঙ্খলা বদ্ধ হয়েছে। এসিস্ট্যান্ট কমান্ড্যান্টের মতে লেখাপড়ার পাশাপাশি তাদের যদি আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে তাহলে আগামী দিনে এলাকার জন্য শুভ হবে। তারা মানুষের মত মানুষ হবে। বঙ্কিম দেববর্মা আরো জানান কোচিং এ প্রত্যেকদিন ৬০ থেকে ৭০ জন ছাত্রছাত্রী পড়তে আসেন। কোচিং এর মাধ্যমে এখানে যাতে শিক্ষার আরো উন্নতি হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। এর জন্য তিনি এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকরা যাতে কোচিং সেন্টারে তাদের ছেলেমেয়েদের বেশি বেশি করে পাঠান তারও অনুরোধ রাখেন। টি এস আর জোয়ানদের এই ধরনের উদার মানসিকতার কাজ দেখে এলাকার অভিভাবক মহল দারুন খুশি।

You may also like

Leave a Comment