প্রতিনিধি, বিশালগড় , ।। বছরের শুরুতেই রাজনৈতিক তেজি করলো বিজেপি। লক্ষ্য লোকসভা নির্বাচন। দু’টি আসন প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল। বিজেপির রাজনৈতিক কার্যক্রম শুরু হতেই বিরোধী শিবিরে ভাঙন ধরেছে। বিশালগড়ে সিপিএমে ধ্বস নেমেছে বলা যায়। মঙ্গলবার পৃথক দু’টি বাজার সভায় ১৯৭ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন । এদিন প্রথম সভা অনুষ্ঠিত হয় অফিসটিলা বাজারে। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা প্রভারী অমল দেবনাথ, ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস প্রমূখ। সভায় ১০৫ জন সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন। নবাগতদের বরণ করেন বিধায়ক সুশান্ত দেব সহ দলের নেতৃবৃন্দ। বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন সিপিএম কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। তাই একে অপরের হাত ধরেও গত নির্বাচনে এদের ভরাডুবি হয়েছে। মানুষকে বিভ্রান্ত করা ছাড়া এদের কোন কাজ নেই। আগামী লোকসভা নির্বাচনে এদের জামানত জব্দ করতে হবে। দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় দুর্গানগর বাজারে। সংখ্যালঘু অধ্যুষিত দুর্গানগরে ৯২ জন সিপিএমের সমর্থক বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে যোগ দেন বিজেপিতে। দলত্যাগীদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু মুসলমান। বিধায়ক সুশান্ত দেব বলেন সিপিএম একসময় সংখ্যালঘুদের বিভ্রান্ত করেছে। সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দু মুসলমান জাতি জনজাতি সকল অংশের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করছে। কারোর কোন ধর্মীয় কাজে অসুবিধা হচ্ছে না। সবকা সাথ সবকা বিকাশ নীতিতে সকলের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে। বিজেপি ভিন্ন ধরনের পার্টি। বিজেপির সরকার আছে বলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয়না। সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই। সবাই মিলে এক ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে কাজ করতে হবে।
160
previous post