প্রতিনিধি, বিশালগড় , ।। স্বনির্ভর গোষ্ঠীদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি কৃষকদের স্বার্থে সিপাহীজলা জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। শনিবার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক এবং সুবিধাভোগী কৃষকরা। অনুষ্ঠানে ৯০ টি স্প্রে মেশিন , ৯ টি পাম্প মেশিন , ধান কাটার মেশিন সহ মোট ১৪৯ টি যন্ত্রপাতি স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষকদের তুলে দেওয়া হয়। সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন মহিলাদেরকে স্বশক্তিকরণ রাজ্য সরকারের মূল লক্ষ্য। সিপাহীজলা জেলার বিশালগড় , জম্পুইজলা, এবং সোনামুড়া মহাকুমার বিভিন্ন স্বনির্ভর দল এবং ভিউর নেতৃত্বদের মধ্যে এই যন্ত্রপাতি গুলো তুলে দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে কৃষি যন্ত্রপাতি নিয়ে অন্য কৃষকরা চাষাবাদ করবেন। তিনি বলেন এতে কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠী উপকৃত হবে। কৃষকদের বিনামূল্যে সার ঔষধ কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে সরকার। ফসল বীমা যোজনার সুফল ভোগ করছে কৃষকরা। সহায়ক মূল্যে ধান কিনছে সরকার। সরকারের ইতিবাচক ভূমিকায় এ রাজ্যের কৃষকদের রোজগার বেড়েছে।
110
previous post